শুরুতেই ফিরলেন সৌম্য, বাংলাদেশের সংগ্রহ ৫৯/১

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০১৭

শুরুতেই ফিরলেন সৌম্য, বাংলাদেশের সংগ্রহ ৫৯/১

ডাম্বুলা : শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে টসে হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। শুরুতেই ১০ রান করে আউট হয়ে যান বাংলাদেশের ওপেনার সৌম্য সরকার। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ এক উইকেট হারিয়ে ৫৯ রান।

তামিম ২৪ ও সাব্বির ২০ রানে ব্যাট করছেন।

বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ক্রিকেটার মুশফিকুর রহিম আবার উইকেটের পেছনে ফিরছেন। এ কারণে বাদ পড়ছেন নুরুল হাসান। অন্যদিকে তানভির হায়দার এবারের ওয়ানডে স্কোয়াডে নেই।

এছাড়া মেহেদী হাসান মিরাজকে টেস্ট ম্যাচের পরে ইমার্জিং কাপ দলে রাখার পরেও তাকে আবার শ্রীলংকায় ফিরিয়ে নেয়ার ঘটনায় আশা করা যাচ্ছে তিনি আজকের ম্যাচে লংকানদের বিপক্ষে মাঠে নামবেন।

এছাড়া দু’জন পেসার খেলানোর সিদ্ধান্ত নিলে আজ মাঠে দেখা যেতে পারে স্পিনার সানজামুল ইসলামকেও।

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক শততম টেস্ট ম্যাচ জয়ের পর অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে উঠেছে হাথুরুর শিষ্যরা। আর এই মনোবলকে ওয়ানডের মাঠে কাজে লাগিয়ে ভালো ফল করার প্রত্যয় খেলোয়াড়দের মধ্যে।

অন্যদিকে কলম্বো টেস্টে হারের প্রতিশোধ নিতে আজ সর্বশক্তি নিয়েই মাঠে নামবে লঙ্কানরা। ইতোমধ্যে ইনজুরিতে কুশল মেন্ডিস দুই ম্যাচের জন্য ছিটকে গেলেও শক্তিশালী দল নিয়ে মাঠে নামছে শ্রীলঙ্কা।

সব মিলিয়ে ওয়ানডে সিরিজটা যে উত্তেজনা ছড়ানোর দিকেই যাবে আপাতত দু’দলের শরীরী ও মনোভঙ্গিতে তেমনটিই মনে হচ্ছে।

উল্লেখ্য, এ সিরিজ দিয়ে মাশরাফিদের সামনে লঙ্কানদের টপকে র‌্যাংকিংয়ের ছয়ে ওঠার সুবর্ণ সুযোগ। জিততে হবে তিন ম্যাচেই।

২-১ সিরিজ জিতলেও আসবে ইতিবাচক পরিবর্তন। বাংলাদেশের ২ রেটিং পয়েন্ট বাড়ার বিপরীতে ১ রেটিং পয়েন্ট হারাবে শ্রীলঙ্কা। ব্যবধান কমে দাঁড়াবে চারে। বর্তমানে দু’দলের রেটিং পয়েন্ট যথাক্রমে ৯৮, ৯১।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট