২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৫
দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি উচ্চশিক্ষা বিদ্যাপীঠ মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ‘হাল্ট প্রাইজ অন-ক্যাম্পাস ২০২৫’ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিশ্বব্যাপী তরুণ উদ্যোক্তাদের জন্য অন্যতম বৃহৎ স্টার্টআপ প্রতিযোগিতার অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিযোগীরা তাদের উদ্ভাবনী ও টেকসই ব্যবসায়িক ধারণা উপস্থাপন করেন।
এ বছরের প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল “Unlimited”, যা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্যোক্তা হওয়ার সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। একাধিক ধাপ অতিক্রম করে সাতটি দল চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়।
উত্তেজনাপূর্ণ এই ফিনালে টিম চেঞ্জ মেকারস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, প্রথম রানার-আপ হয় টিম সোশ্যাল পাইওনিয়ার্স এবং দ্বিতীয় রানার-আপ হয় টিম বঙ্গোফাইন্ড।
উক্ত প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুনশি নাসির ইবনে আফজাল, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইমরান উদ্দিন, সহযোগী অধ্যাপক মো. জিয়াউর রহমান টিটো ও একই বিভাগের সহকারী অধ্যাপক মো. আফসারুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, ট্রেজারার প্রফেসর ড. তাহের বিলাল খলিফা। এছাড়াও শিক্ষকবৃন্দ, কর্মকর্তাগণ, শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হাল্ট প্রাইজ মেট্রোপলিটন ইউনিভার্সিটির সভাপতি ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ নাকিব সাদি উপস্থিত ছিলেন, যিনি প্রতিযোগিতার সার্বিক সমন্বয় ও সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই আয়োজনের প্রধান স্পন্সর ছিল কার কালেকশন। এছাড়া নেক্সাস সলিউশনস ছিল স্পন্সর হিসেবে।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D