সিলেট ওসমানী বিমানবন্দরের পার্শ্ববর্তী টিলায় আগুন

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

সিলেট ওসমানী বিমানবন্দরের পার্শ্ববর্তী টিলায় আগুন

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পার্শ্ববর্তী টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ পথের পুলিশ ফাঁড়ির পার্শ্ববর্তী ডানদিকের টিলায় রোববার বেলা দেড়টার দিকে আগুন লাগে। পরে বিমানবন্দরের কর্মচারীরা ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের তিনটি ইউনিটের প্রায় ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এব্যাপারে সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার বেলাল আহমদ বলেন, দুপুর ১টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট ঘন্টাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আর আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা তদন্তের পর বলা যাবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট