সিলেটে এমএজি ওসমানীর ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

সিলেটে এমএজি ওসমানীর ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত

সিলেটে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীর ৪১তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান যথাযথ সামরিক মর্যাদায় হজরত শাহজালাল (র.) মাজার সংলগ্ন জেনারেল এমএজি ওসমানীর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনারের মাধ্যমে সম্মান প্রদর্শন করে। পরিশেষে মরহুমের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে সিলেট এরিয়ার সব ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, সামরিক বাহিনীর অন্যান্য পদবির সদস্যরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট