ইউনূসের ঘোষণাঃ পাসপোর্ট পেতে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

ইউনূসের ঘোষণাঃ পাসপোর্ট পেতে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না

পাসপোর্ট পেতে নাগরিকদের এখন থেকে আর পুলিশের ভেরিফিকেশন লাগবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীতে তার কার্যালয়ে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনের সময়ে তিনি এমন কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, “সরকার নতুন নিয়ম চালু করেছে যে এখন থেকে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না। পাসপোর্ট পাওয়া নাগরিকদের একটি অধিকার। জন্মসনদ বা এনআইডির জন্য যদি পুলিশ ভেরিফিকেশনের দরকার না পড়ে, তাহলে পাসপোর্টের বেলায় সেটা লাগবে কেন?”
এ সময়ে সরকারকে একটি টিম হিসেবে কাজ করতে হবে জানিয়ে তিনি বলেন, “এটা টিমওয়ার্ক, পুরো টিমের সফলতাকে বাধাগ্রস্ত করে এমন কিছু আমাদের এড়িয়ে যাওয়া উচিত।”
রোববার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে তিন দিনের ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন ইউনূস।
তবে এর আগে ৬ জানুয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন যে, পাসপোর্ট আবেদনে পুলিশ ভেরিফিকেশন তুলে নেয়ার কথা ভাবলেও সহসাই এমন সিদ্ধান্ত নিচ্ছে না বাংলাদেশ সরকার।
চৌধুরী বলেন, “পাসপোর্টের জন্য যে পুলিশি যাচাই ব্যবস্থা রয়েছে, রোহিঙ্গাদের অপতৎপরতার কারণে তা তোলা যাচ্ছে না। একসময় চিন্তা করেছিলাম পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেব; শুধু (এনআইডি) কার্ডের ওপরে দেবে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার একটি চিন্তাভাবনা করা হচ্ছিল, তবে পুলিশ ভেরিফিকেশন তুলে দিলে অনেকেই ভুয়া নাম ঠিকানায় পাসপোর্ট করার সুযোগ পাবে।
জনপ্রশাসনের সংস্কার কমিশনের মতবিনিময় সভায় কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী ১৭ ডিসেম্বর বলেছিলেন, “আপনি নাগরিক, পাসপোর্ট নেবেন আপনার নাগরিক অধিকার। আপনাকে পুলিশ ভেরিফিকেশন কেন করতে হবে? ইংল্যান্ডে পাসপোর্টের জন্য আবেদন করলে পোস্ট অফিসে পাসপোর্ট চলে আসে।”


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট