অতিরিক্ত কারা মহাপরিদর্শক আহত চার সাংবাদিকের বক্তব্য শুনলেন

প্রকাশিত: ২:৪৩ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০১৬

সিলেট কেন্দ্রীয় কারাগারের সামনে কারারক্ষীদের মারধরে আহত চার ফটো সাংবাদিকের বক্তব্য শুনেছেন এ ঘটনায় ঘটিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্ণেল ইকবাল হাসান।

রবিবার বিকেলে সিলেটে ডিআইজি প্রিজন্সের কার্যালয়ে তিনি আহত ফটো সাংবাদিকদের বক্তব্য শুনেন এবং লিখিতভাবে তা গ্রহণ করেন।

আহত ফটো সাংবাদিকরা হলেন- প্রথম আলো’র আনিস মাহমুদ, সকালের খবরের শহিদুল ইসলাম, যুগভেরীর মামুন হোসেন ও ফ্রিল্যান্স জাকির হোসেন দিপু।

বাংলাদেশ ফটো জানালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নেতারা আহত সাংবাদিকদের অতিরিক্ত কারা মহাপরিদর্শকের কাছে নিয়ে যান।

তদন্ত কমিটির প্রধান কর্নেল ইকবাল হাসান বলেন- সাংবাদিকদের সাথে আমাদের সর্ম্পক সবসময় ভালো।

সিলেটে অনাকাঙ্খিত যে ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত। সাংবাদিক আহত হওয়ার জন্য কারারক্ষীরা জড়িত থাকলে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন ওই কারা কর্মকর্তা।

এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগের ডিআইজি প্রিজন্স তৌহিদুল ইসলাম, তদন্ত কমিটির সদস্য ময়মনসিংহ কারাগারের সিনিয়র জেলার আব্দুল জলিল, কাশিমপুর কারাগারের জেলার তরিকুল ইসলাম, বাংলাদেশ ফটো জানালিস্ট এসোসিয়শন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ইকবাল মনুসর, সাধারণ সম্পাদক আশকার আমিন রাব্বী।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট