শাবিপ্রবিতে আন্তর্জাতিক সম্মেলন শুরু শুক্রবার

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫

শাবিপ্রবিতে আন্তর্জাতিক সম্মেলন শুরু শুক্রবার

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ‘রাজনীতি, সমাজ ও উন্নয়ন’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আগামী শুক্রবার (৩১ জানুয়ারি) শুরু হতে যাচ্ছে।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে এ তথ্য জানিয়েছেন সম্মেলন আয়োজক কমিটির সদস্য সচিব অধ্যাপক জায়েদা শারমিন।

তিনি বলেন, ‘পলিটিক্যাল স্টাডিজ বিভাগ ২৯ বছরের মধ্যে এই প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনটি আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি এই দুই দিন চলবে। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি থাকবেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম।

মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফেলো রওনক জাহান। তিনি ‘বাংলাদেশে অতীতের অগণতান্ত্রিক প্রথা থেকে মুক্তি পাওয়ার চ্যালেঞ্জ’ বিষয়ে আলোচনা করবেন। সম্মেলনে সভাপতিত্ব করবেন শাবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক এ এম সরোয়ারউদ্দিন চৌধুরী।’

জায়েদা শারমিন বলেন, ‘সম্মেলনে দুইটি প্লেনারি সেশন ও ১৫টি প্যারালাল সেশনে ১১০টি গবেষণা প্রবন্ধগুলো উপস্থাপন করা হবে। বাংলাদেশের পাশাপাশি ৮টি দেশের গবেষকরা এ সম্মেলনে অংশগ্রহণ করবেন।’

সম্মেলনে বর্তমান বিশ্ব ব্যবস্থার পাশাপাশি দেশের বিভিন্ন প্রেক্ষাপটের বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীরা জানতে পারবেন উল্লেখ করে জায়েদা শারমিন বলেন, ‘এই সম্মেলনে দেশ-বিদেশের রাষ্ট্রবিজ্ঞানী, চিন্তক, বিশেষজ্ঞ, গবেষক এবং পলিসি নীতিনির্ধারকরা একে অপরের সঙ্গে তাঁদের অভিজ্ঞতা, গবেষণা এবং ধারণা শেয়ার করবেন। এর মাধ্যমে গবেষকরা বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, সংস্কার প্রক্রিয়া ও বিভিন্ন পলিসি সুপারিশ করবেন। সরকার এবং উন্নয়ন সংস্থার জন্য বাস্তবসম্মত পরামর্শও দিবেন তাঁরা।’

জায়েদা শারমিন আরও বলেন, ‘এ সম্মেলনে যেহেতু সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের ব্যক্তিরাও থাকবেন সেহেতু এসব সুপারিশ ও পরামর্শ নেওয়ার সুযোগ রয়েছে। সম্মেলনে গবেষকদের উল্লেখযোগ্য একটি অংশ হচ্ছে তরুণ। তাঁরা দেশ-সমাজ-রাষ্ট্র নিয়ে নিজেদের প্রত্যাশা একাডেমিকভাবে উপস্থাপন করার সুযোগ পাচ্ছেন।’

এতে জুলাই অভ্যুত্থানের গণ-আকাঙ্ক্ষারও প্রতিফলন ঘটবে বলে তিনি মনে করেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট