মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে নতুন ল্যাব উদ্বোধন

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে নতুন ল্যাব উদ্বোধন

দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিদ্যাপীঠ মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি নতুন ল্যাবের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারী) এক অনুষ্ঠানের মাধ্যমে এই ল্যাব উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, প্রক্টর, ডিন, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষিকা এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, এমইউ সিএসই সোসাইটি-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত ছিল। নতুন ল্যাবটি শিক্ষার্থীদের হাতে-কলমে শেখার সুযোগ করে দেবে। বিশেষত, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নতুন ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে বাস্তবমুখী শিক্ষা গ্রহণ করতে পারবে। তাদের প্রজেক্ট, গবেষণা এবং একাডেমিক কাজ আরও সহজ হবে। পাশাপাশি এই ল্যাবটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কাঠামোকে আরও সমৃদ্ধ করবে এবং শিক্ষার মান উন্নয়নে সহায়ক হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট