১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৫
হাফিজ মাছুম আহমদ দুধরচকী
এশিয়া উপমহাদেশের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ পীরে কামিল সুলতানুল আউলিয়া উস্তাজুল ফুকাহ ওয়াল মুহাদ্দিসন আল্লামা গনিপুরী ছাহেব ক্বিবলাহ রহ: ‘র ৫২ তম ঈসালে সাওয়াব মাহফিল আগামী ৩০ জানুয়ারি ২০২৫ রোজ বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকা হইতে রাত ১২ টা পর্যন্ত আপনাদের সুপরিচিত ও হাবিবিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ ও ছাত্রদের পাগড়ি বিতরণি মাহফিল অনুষ্ঠিত হবে।
সভাপতিত্ব করবেন, আলহাজ্ব মোঃ নুরুল হক সাহেব, ছাহেবজাদায়ে গনিপুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন : হযরত মাওলানা কারী আজিজুর রহমান ছাহেব। ইমাম ও খতিব কালিগঞ্জ বাজার জামে মসজিদ।
বিশেষ অতিথি : হযরত মাওলানা মোশাহিদ আহমদ কামালী ছাহেব। ইমাম ও খতিব জকিগঞ্জ বাজার জামেমসজিদ।
প্রধান বক্তা : আন্তর্জাতিক খ্যাতিসম্পন মোফাস্সিরে কোরআন হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব। ধর্মীয় আলোচক বাংলাদেশ টেলিভিশন ঢাকা।
বিশেষ অতিথি : হযরত মাওলানা হাফিজ ফারুক আহমদ সাহেব। সুপার নবীগঞ্জ দাখিল মাদ্রাসা।
বিশেষ অতিথি : ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী। সাবেক ইমাম ও খতিব কদমতলী মাজার জামে মসজিদ সিলেট।
বিশেষ অতিথি : হযরত মাওলানা ওয়ারিস উদ্দিন তাপাদার সাহেব। আরবি প্রবাসক ইছামতী কামিল মাদ্রাসা।
বিশেষ অতিথি : হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D