বিপিএল সিলেট পর্ব শুরু সোমবার, টিকিটের দাম ও যেভাবে পাবেন

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫

বিপিএল সিলেট পর্ব শুরু সোমবার, টিকিটের দাম ও যেভাবে পাবেন

Manual6 Ad Code

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) একাদশতম আসরের ঢাকার প্রথম পর্বের খেলা শেষ হয়েছে। বিপিএল এবার পা রাখবে চায়ের দেশ সিলেটে। ৬ জানুয়ারি সোমবার থেকে শুরু হয়ে এই পর্ব চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত।

সিলেট পর্বে ১২টি সহ মোট ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর হবে চট্টগ্রামে আরও ১২ ম্যাচ। পরে বিপিএল আবার ঢাকায় ফিরবে।

বিপিএলের অফিশিয়াল ফেসবুক পেইজে শনিবার (৪ জানুয়ারি) থেকে শুরু হয় সিলেট পর্বের টিকিট বিক্রি। অনলাইনে টিকিট পাওয়া যাবে এই ঠিকানায়- https://www.gobcbticket.com.bd তবে রোববার (৫ জানুয়ারি) বুথ থেকে পাওয়া যাচ্ছে সিলেট পর্বের টিকিট।

Manual4 Ad Code

বিপিএলের সিলেট পর্ব শুরু হবে ৬-১৩ জানুয়ারি। এই সময় ১২টি ম্যাচ রয়েছে। এই ম্যাচগুলোর জন্য টিকিট পাওয়া যাবে সিলেট নগরীর তিনটি বুথ থেকে। সিলেট শিশু একাডেমি ও মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখায় রোববার সকাল ১০টা থেকে এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টা থেকে মিলবে টিকিট।

সাতটি ক্যাটগরিতে সিলেটপর্বের টিকিটমূল্য নির্ধারিত হয়েছে। টিকিটের সর্বনিম্ন দাম ১৫০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার টাকা।

গ্যালারি ও টিকিট মূল্য

শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ১৫০ টাকা

Manual4 Ad Code

পশ্চিম গ্যালারি ১৫০ টাকা

গ্রিন হিল অ্যারিয়া ১৫০ টাকা

পূর্ব গ্যালারি ২৫০ টাকা

ক্লাব হাউজ ৫০০ টাকা

জিরো ওয়েস্ট জোন ৬০০ টাকা

Manual4 Ad Code

গ্র্যান্ড স্ট্যান্ড ২০০০ টাকা।

Manual3 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual3 Ad Code