সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধে খাদিমপাড়া ইউনিয়নে মতবিনিময় সভা

প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০১৬

680নিজাম ইউ জায়গীরদার ।। সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী জনসচেতনতা বৃদ্ধিকল্পে ৪নং খাদিমপাড়া ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 ইউপি চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ মাহবুবুর রহমান আহ্বান জানান। সেই সাথে শান্তির ধর্ম ইসলামের অপব্যাখ্যা দিয়ে কিছু কিছু স্বার্থান্বেশি মহল এলাকার যুবসমাজকে সন্ত্রাস জঙ্গিবাদ ও ধ্বংশের পথে পরিচালিত করতে না পারে সে দিকে অভিভাবকদের সজাগ থাকার অনুরোধ জানান।
বিশেষ অতিথির বক্তব্যে শাহপরান (রঃ) থানার অফিসার ইনচার্জ শাহ জালাল মুন্সী নাশকতা ও জঙ্গিবাদ নির্মুলে ঐক্যবদ্ধ হয়ে সমাজের সকল স্তরের জনগণ মিলে কাজ করার ব্যাপারে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধের পাশাপাশি মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে প্রতিবোধেও সকলকে সচেতন থাকার আহ্বান জানান।
মতবিনিময় সভায় আরো অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪নং খাদিমপাড়া ইউপি এর সাবেক চেয়ারম্যান আফরোজ মিয়া, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বিলাল।
মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সমাজসেবক রতন মনি মোহন্ত, সাব্বির চৌধুরী, মুর্শেদ আহমদ চৌধুরী মাসুম, শওকত আহমদ, ফজল মিয়া, ফখরুল ইসলাম দুলু প্রমুখ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট