সিলেটে পিকআপ ভর্তি ৩২ বস্তা ভারতীয় চিনি জব্দ

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৪

সিলেটে পিকআপ ভর্তি ৩২ বস্তা ভারতীয় চিনি জব্দ

সিলেটে প্রায় ২ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার দিকে শাহপরান (রহঃ) থানা পুলিশ মাজার গেটে অবস্থান নেয়। এসময় তামাবিল রোডে একটি পিকআপ আসলে তার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ ধাওয়া দিয়ে মুরাদপুরস্থ ১৭ পদাতিক ডিভিশন সিলেট সেনানিবাস এর মেইন গেইটের পাশে পিকআপটিকে আটক করে।

এসময় চালক ও সাথে থাকা এক ব্যক্তি পিকআপ ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ পিকআপে থাকা ৩২ বস্তা থেকে ১ লাখ ৮৮ হাজার ১৬০ টাকা মূল্যের ১৫৬৮ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে।

এর আগে গত ৮ ডিসেম্বর শাপরান থানা পুলিশ ট্রাকভর্তি ভারতীয় চিনি জব্দ করে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়। ৪৩১ বস্তায় থাকা চিনির আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৩৪ হাজার ২৮০ টাকা।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট