জলছবি- প্রকৃতির এক অসাধারণ দৃশ্য

প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৪

জলছবি- প্রকৃতির এক অসাধারণ দৃশ্য

Manual1 Ad Code

শাহ মনসুর আলী নোমান, লন্ডন থেকে


প্রকৃতি তার নিজস্ব নৈশব্দে আবৃত। জলে গাছপালা ও আকাশের প্রতিচ্ছবি মহান প্রকৃতির এক অনন্য অসাধারণ দৃশ্য। এই ধরনের দৃশ্য প্রতিটি মানুষের মন ও হৃদয়কে আনন্দ পরিতৃপ্তি এবং অসাধারণ বিনোদন যোগায়। প্রতিটি মানুষই প্রকৃতির সান্নিধ্য ভালোবাসেন।তাই তো মানুষ প্রাকৃতিক এই সৌন্দর্য দেখার জন্য ছুটে বেড়ায় দেশে-বিদেশে।

প্রাকৃতিক বিভিন্ন সৌন্দর্য আমাদের বিমোহিত করে। জলে গাছপালা,আকাশের প্রতিবিম্ব প্রকৃতির দয়াশীলতা,মহান ও শান্তির বার্তা বহন করে।আকাশের নীলাভ আভা,মেঘের সাদা ভাস্কর্য,গাছের শাখা-প্রশাখা এবং পাতা পানির আয়নায় অপরূপ সমন্বয় তৈরি করেছে। এই জলের ঠান্ডা ও স্থিরতা প্রতিটি মানব মনে এক অনাবিল শান্তি -শৃঙ্খলা বহন করে। যা প্রকৃতির মহান সৃষ্টি ও সৌন্দর্যের প্রতি কৃতজ্ঞতা জানানোর আহ্বান জানায়। এই ধরনের পরিবেশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে প্রকৃতির এই মায়াবী রূপ মানব জীবনের বিভিন্ন ধরনের জটিলতা সরিয়ে দিয়ে আনন্দে ভরে উঠে।

Manual7 Ad Code

ছবিটি ইংল্যান্ডের দীর্ঘতম, প্রাচীন ও ঐতিহাসিক লিডস লিভারপুল ক্যানালের নেলসন এলাকা থেকে তোলা।

Manual8 Ad Code

আলোকচিত্র ও লেখা- শাহ মনসুর আলী নোমান, লন্ডন।
সাবেক সহকারী রেজিস্ট্রার, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ।

Manual8 Ad Code


 

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code