১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৪
শাহ মনসুর আলী নোমান, লন্ডন থেকে
প্রকৃতি তার নিজস্ব নৈশব্দে আবৃত। জলে গাছপালা ও আকাশের প্রতিচ্ছবি মহান প্রকৃতির এক অনন্য অসাধারণ দৃশ্য। এই ধরনের দৃশ্য প্রতিটি মানুষের মন ও হৃদয়কে আনন্দ পরিতৃপ্তি এবং অসাধারণ বিনোদন যোগায়। প্রতিটি মানুষই প্রকৃতির সান্নিধ্য ভালোবাসেন।তাই তো মানুষ প্রাকৃতিক এই সৌন্দর্য দেখার জন্য ছুটে বেড়ায় দেশে-বিদেশে।
প্রাকৃতিক বিভিন্ন সৌন্দর্য আমাদের বিমোহিত করে। জলে গাছপালা,আকাশের প্রতিবিম্ব প্রকৃতির দয়াশীলতা,মহান ও শান্তির বার্তা বহন করে।আকাশের নীলাভ আভা,মেঘের সাদা ভাস্কর্য,গাছের শাখা-প্রশাখা এবং পাতা পানির আয়নায় অপরূপ সমন্বয় তৈরি করেছে। এই জলের ঠান্ডা ও স্থিরতা প্রতিটি মানব মনে এক অনাবিল শান্তি -শৃঙ্খলা বহন করে। যা প্রকৃতির মহান সৃষ্টি ও সৌন্দর্যের প্রতি কৃতজ্ঞতা জানানোর আহ্বান জানায়। এই ধরনের পরিবেশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে প্রকৃতির এই মায়াবী রূপ মানব জীবনের বিভিন্ন ধরনের জটিলতা সরিয়ে দিয়ে আনন্দে ভরে উঠে।
ছবিটি ইংল্যান্ডের দীর্ঘতম, প্রাচীন ও ঐতিহাসিক লিডস লিভারপুল ক্যানালের নেলসন এলাকা থেকে তোলা।
আলোকচিত্র ও লেখা- শাহ মনসুর আলী নোমান, লন্ডন।
সাবেক সহকারী রেজিস্ট্রার, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D