সিলেটে পুলিশের জঙ্গিবাদ বিরোধী সমাবেশ সফল হয়নি : মাহবুব চৌধুরী

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৬

৩১ জুলাই ২০১৬, রবিবার : সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদ্য ,  ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা , বিশিষ্ট সমাজ উন্নয়ন সংগঠক মাহবুব চৌধুরী গনমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সিলেটে পুলিশের জঙ্গিবাদ বিরোধী সমাবেশ সফল হয়নি উল্লেখ করে বলেছেন, গতকাল শনিবারের এস এম পি ও জেলা পুলিশের এই আয়োজন বিফলে গেছে ।

এতে দলবাজি হয়েছে । বিএনপি’সহ অন্যান দল, এ বিষয়ে বিজ্ঞজন,ও সামরিক বাহিনীর কর্তা ব্যক্তিরা উপস্থিত না থাকায় সিলেটের মানুষের মধ্যে সাড়া জাগাতে পারেনি।অথর্হীন হয়ে গেছে । যারা সামরিক বিজ্ঞান, রাজনীতি বিজ্ঞান বুঝেনা, কাউন্সিলিং, বিদ্যাপীঠে ও সমাজে প্রয়োগ ক্ষমতা নেই, অযোগ্য তাদের অনকে ও দাওয়াত দেয়া হয়েছে। আওয়ামীলীগ ও পুলিশের হাত ধরা ধরির ছবি প্রকাশিত হওয়ায় শাষক দলের দলীয় দুর্বৃত্তরা লুটপাট,সন্ত্রাস,দুর্নীতি, হামলা, চাঁদাবাজি, দখলবাজির উৎসব বাড়িয়ে দিবে। এসএমপি’র আজকের সদর দপ্তর তৎকালীন অর্থমন্ত্রী উন্নয়নের রুপকার এম সাইফুর রহমানের নেতৃত্বে জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ সহ আমরাই সেদিন প্রতিষ্ঠা করেছি। আওয়ামীলীগ জঙ্গিবা ও উগ্রবাদের ঘটনাকে পুজি করে ক্ষমতায় ঠিকে থাকার চেষ্টা করছে । স্তবির হয়ে পড়েছে ব্যবসা, বানিজ্য, অর্থনীতি, চলা ফেরা, জীবনযাত্রা। দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগনের সরকার প্রতিষ্ঠা  হলে জাতিয় ঐক্যের মাধ্যমে এই জঙ্গিবাদ ও উগ্রবাদ কে নির্মূল করা যেতে পারে বলে মানুষ ও বিএনপি মনে করে। উন্নতি,পরিবর্তন, শান্তি, ও নতুন ধারা সৃষ্টি হবে।বিএনপি ক্ষমতায় গেলে সকল মর্মান্তিক ঘটনা , গুপ্ত হত্যার তদন্ত হবে ও বিচার হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান’সহ বিএনপি নেতা কর্মিদের গ্রেফতার,হয়রানী,মামলা ও মিথ্যা চার্জশীট দেয়ায় ব্যস্ত না থেকে আইনের শাষনের প্রতি শ্রদ্ধাশীল থেকে উগ্রবাদ,জঙ্গিবাদ দমন ও আইনশৃঙ্খলার উন্নয়নে মানুষের আশা আকাঙ্ক্ষা পুরনে কাজ করে যাওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি উদাত্ত আহবান জানান বিএনপির এই মনোনয়ন প্রত্যাশী নেতা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট