শ্রীমঙ্গলে পাহাড়ে মিললো তরুণীর অর্ধগলিত মরদেহ

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৪

শ্রীমঙ্গলে পাহাড়ে মিললো তরুণীর অর্ধগলিত মরদেহ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অজ্ঞাত এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) উপজেলার ডলুছড়া এলাকা থেকে এক অজ্ঞাত (২৫) তরুণীর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। ধারনা করা হচ্ছে ৩ থেকে ৪ দিন আগে ধর্ষণের পর হত্যা করে লাশ পাহাড়ের চূড়ায় ফেলে যেতে পারে দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানান, আশেপাশের রিসোর্টগুলোতে বিভিন্ন বয়সী নারী পুরুষের আনাগোনা থাকে। রিসোর্টের কেউ এমনটি করতে পারে বলে ধারণা তাদের।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন খাঁন বলেন, লাউয়াছড়া ডলুছড়া এলাকা থেকে অর্ধগলিত অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটিকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট