২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৪
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) তে ৪ বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে চুড়ান্তভাবে ভর্তি নিশ্চিত করেছেন ১২৮ শিক্ষার্থী। প্রথম বর্ষের (২০২৩-২৪) ক্লাস আগামী ৩ নভেম্বর শুরু হবে বলে জানিয়েছেন সুবিপ্রবি কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৪ টায় তিনদিন ব্যাপী চলমান এই চুড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। এতে চার বিভাগে ১২৮ শিক্ষার্থী ভর্তি চুড়ান্ত করেছেন। এরমধ্যে রসায়ন বিভাগে ২৮জন, পদার্থ বিভাগে ৩০ জন, গণিত বিভাগে ৩০জন ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ৩৮জন শিক্ষার্থী চুড়ান্ত ভর্তি নিশ্চিত করেছেন। এরমধ্যে কোটায় আছেন দুই শিক্ষার্থী। আগামী ৩ নভেম্বর অস্থায়ী ক্যাম্পাসে পাঠদান শুরু করবে সুবিপ্রবি।
এ ব্যাপারে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু নঈম শেখ বলেন, আগামী ৩ নভেম্বর ক্লাস শুরুর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি পাঠদান কার্যক্রমের সুচনা করতে যাচ্ছে। যদিও আমাদের এখনো স্থায়ী ক্যাম্পাস নেই তবুও আমরা শিক্ষার্থীদের নিরাপত্তাসহ সকল সুযোগ সুবিধা দিতে বদ্ধ পরিকর।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D