মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগরের মানববন্ধন

প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০১৬

Manual7 Ad Code

বাংলাদশে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগরের উদ্যোগে গতকাল শুক্রবার বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ নির্মূল বিরোধী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
বাংলাদশে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগরের আহ্বায়ক নুর আহমদ কামালের সভাপতিত্বে ও এনএম ময়না মিয়ার পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডার ভবতোষ রায় বর্মণ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও  মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডেট ডেপুটি কমান্ডার হাজী  আব্দুল খালিক, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সদস্য সাইদুর রহমান।
আরো উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পু, মো. সাইফুল ইসলাম, গোলাম দস্তগির খান সামিন, নেহজাব আহমদ শাফি, রুকুনুজ্জামান, মো. রাসেল আহমদ, আতাবুল, জয়নাল আবেদীন, আলামিন, নাইমুর রহমান, ময়না মিয়া, মো. আলমগীর হোসেন, মো. সেলিম আহমদ, মোছা: শাপলা বেগম, মো. ফারুক হোসেন, মো. রফিক মিয়া, মো. দুলাল মিয়া, ইমন আহমদ সুমন, জাহেদ আহমদ, সাহেল আহমদ, নুরুজ্জামান, নাছির উদ্দিন, বিপ্লব ঘোষ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, জঙ্গিবাদ একটি জাতীয় সমস্যা। ইসলামের নামে জঙ্গিবাদ করে দেশ ও জাতিকে অবনতীর দিকে ধাবিত করছে জঙ্গিরা। তাদেরকে সমূলে উৎখাত করতে হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code