ঝরণা তরুন সংঘ আয়োজিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, জুলাই ১৭, ২০১৬

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ঝরণা তরুন সংঘ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান শনিবার নগরীর ঝরণার পাড় এলাকায় অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সাজোয়ান আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামূল হাবিব বলেন, সারা দেশের ন্যায় সিলেটেও ঝরণা তরুন সংঘের উদ্যোগে পালিত হচ্ছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর অত্যন্ত প্রয়োজন। দেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল ও শিশুমৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে সর্বত্র এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

৬ থেকে ১১ মাস বয়সী সব শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে তিনি উলে­খ করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কাউন্সিলর শাহানা বেগম, উপদেষ্টা গোলাম জাকির চৌধুরী, সাবেক সহ-সভাপতি জাহেদ আহমদ চৌধুরী, ডাঃ জাকারিয়া মানিক, কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আল মিজান, রোটা: এড. আলী আজগর প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট