সাবেক ছাত্রলীগ নেতা পিযুষের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে : সজল দাস অনিক

প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৬

সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ কান্তি দে’র বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছেন মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক।
শনিবার প্রেরিত এক বিবৃতিতে অনিক এ দাবি করেন।
বিবৃতিতে অনিক বলেন- যে ব্যক্তি পিযুষ কান্তি দে’র বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন তিনি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মেধাবী ছাত্র ও ছাত্রলীগ কর্মী কাজী হাবিব হত্যা মামলার আসামি। হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে তাকে ওই বিশ্ববিদ্যলয় থেকে বহিস্কার করা হয়েছে।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ কান্তি দে’র রাজনৈতিক জনপ্রিয়তার ঈর্ষান্বিত হয়ে অনুপ্রবেশকারী কিছু ব্যক্তি তার নামে অপপ্রচার চালাচ্ছে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট