হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় ২ জনের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৫

হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় ২ জনের মর্মান্তিক মৃত্যু

Manual3 Ad Code

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পৃথক দু’টি ঘটনায় দু’জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একটি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং অপর ঘটনায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তারা।

Manual3 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার রাণীগাঁও গ্রামের হাজী আব্দুল নুরের ছেলে মামুনুর রশীদ (৪২) নিজ বাড়ির আঙিনায় টিউবওয়েলের পানির মোটর মেরামতের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Manual5 Ad Code

অপরদিকে, একইদিন বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দক্ষিণ নরপতি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আনোয়ার শাহাদাতের ছেলে নিহাল আহম্মদ (২৪) কালেঙ্গা থেকে মোটরসাইকেলে করে চুনারুঘাটে আসার পথে মিরাশী তালতলা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual6 Ad Code

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম এ তথ্যটি সত্যতা নিশ্চিত করেছেন।


 

Manual1 Ad Code
Manual3 Ad Code