নর্থ ইস্ট ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের নতুন কমিটি ঘোষণা

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৫

নর্থ ইস্ট ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের নতুন কমিটি ঘোষণা

Manual3 Ad Code

নর্থ ইস্ট ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

Manual4 Ad Code

সোমবার (১ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে ক্লাবের ৩২ সদস্যের ২০২৫- ২৬ সনের কমিটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল।

বিদায়ী কমিটির নের্তৃবৃন্দ উৎসবমুখর পরিবেশে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল।

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, দলগত চেতনা এবং শৃঙ্খলা অর্জনে স্পোর্টস ক্লাবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি নতুন কমিটি এ বিশ্ববিদ্যায়ের সুনাম অর্জনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

তিনি বলেন, এনইইউবি স্পোর্টস ক্লাব আগামী দিনে আরও সমৃদ্ধ, সুশৃঙ্খল এবং আন্তর্জাতিকমানের ক্রীড়া কার্যক্রম পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করবে।

Manual4 Ad Code

এনইইউবি স্পোর্টস ক্লাবের উপদেষ্টা ইংরেজি বিভাগের শিক্ষক সনজয় বৈষ্ণবের সভাপতিতে ও ক্লাবের ভাইস প্রেসিডেন্ট নাবিলা জান্নাতের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- স্কুল অব হিউমেনিটিজ অ্যান্ড সোস্যাল সায়েন্সের ডিন প্রফেসর ডা. রনজিত কুমার দে, স্কুল অব বিজনেসের ডিন ও ব্যবসায় প্রশাসনের বিভাগীয় প্রধান রেবেকা সুলতানা চৌধুরী, এনইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. লিয়াকত আলী শাহ ফরিদী, ইংরেজি বিভাগের প্রধান মোহাম্মদ শামসুল কবির, প্রফেসর হারুনুর রশীদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নুর জাহান কাকলী, স্পোর্টস ক্লাবের সাবেক সভাপতি তানভির আহমেদ চৌধুরী, নব নিযুক্ত সভাপতি আজিজুর রহমান সৈকত, সেক্রেটারি সাজিদুর রহমান সাজিদ প্রমুখ।

অনুষ্ঠানে নবগঠিত নির্বাহী কমিটির সদস্যদের আনুষ্ঠানিক পরিচিতি এবং দায়িত্বপত্র হস্তান্তর করা হয়।

Manual1 Ad Code

এসময় ভাইস চ্যান্সেলর নব গঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।

Manual7 Ad Code

শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তাদের প্রাণবন্ত উপস্থিতিতে অডিটোরিয়াম জুড়ে ছিল উৎসবের আমেজ।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code