স্বাধীন দুদক গঠনে অন্তর্বর্তী সরকারের ভূমিকা খুবই নিন্দনীয় : মকসুদ হোসেন

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৫

স্বাধীন দুদক গঠনে অন্তর্বর্তী সরকারের ভূমিকা খুবই নিন্দনীয় : মকসুদ হোসেন

Manual3 Ad Code

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন বলেছেন, পতিত সরকারের সীমাহীন দুর্নীতি, আওয়ামী গডফাদারদের লাগামহীন দুর্নীতির কারণে মানুষের পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ’২৪ এর দুনিয়া কাঁপানো গণঅভ্যুত্থান। বৈষম্য বিরোধী আন্দোলনের অপর নাম হচ্ছে দুর্নীতি বিরোধী আন্দোলন। রক্তাক্ত জুলাই-আগস্ট এর ঐতিহাসিক গণআন্দোলনের মূল লক্ষ্য রাষ্ট্র সংস্কার, স্বাধীন দুদক প্রতিষ্ঠা। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যৌক্তিক সংস্কারে জাতীয় ঐক্যমত কমিশনের সকল রাজনৈতিক দল একমত হয়েছে। এর মধ্যে স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করা। কিন্তু সরকার স্বাধীন দুদক গঠনে ছলচাতুরি আশ্রয় নিয়েছে। ইতিমধ্যে টিআইবি বলেছে, “দুদক সংস্কারের নামে সরকার সংস্কারের ফাঁকা বুলি আওড়াচ্ছে।” তিনি টিআইবির বক্তব্যেকে ধন্যবাদ জানিয়ে বলেন, দুর্নীতি বিরোধী জনগণ মনে করেন, বিবৃতি দিয়ে বসে থাকলে হবে না, নতুন বাংলাদেশ বিনির্মাণে অন্যতম কাজ হচ্ছে উচ্চ পর্যায়ে দুর্নীতি দমন। এই বড় বড় দুর্নীতি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে স্বাধীন দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করতে রাজপথে কর্মসূচি ঘোষণা দেখতে চায় দেশবাসী। সাফকথা গণভোটের এজেন্ডায় সাংবিধানিক সংস্থাগুলোর ডায়রেক্ট স্বাধীনতা অন্তর্ভুক্তি করতে হবে। অন্যথায় গণভোট হবে প্রশ্নবৃদ্ধ।

Manual5 Ad Code

গত ২৯ নভেম্বর শনিবার সন্ধ্যায়, মৌলভীবাজারে এম সাইফুর রহমান রোডস্থ হোটেল কায়রানে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরাম মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual3 Ad Code

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ইকবাল এইচ পাভেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক, ইউপি মেম্বার এনামুল হক আবুল, মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদ, সিভিল কোর্ট কমিশনার মোতাহির আলম ও মোঃ রিপন মিয়া, মৌলভীবাজার জেলা যুব ফোরাম নেতা সোহেল রানা, মোঃ আলী হোসেন, সৈয়দ ইমরান আলী, মোঃ শাহানুর, সালমান মিয়া, আবু তালেব চৌধুরী, মোঃ ফাহিম, মুহিবুর রহমান, মোঃ তপু আলী, মিজানুর রহমান প্রমুখ।

সভা শেষে মরহুম নাসির উদ্দিন এডভোকেট এর রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি


 

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code