বাড়ির বাগানে মাটি খুঁড়তে গিয়ে মিলল ৯ কোটি টাকার সোনা!

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৫

বাড়ির বাগানে মাটি খুঁড়তে গিয়ে মিলল ৯ কোটি টাকার সোনা!

Manual7 Ad Code

ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর নুভিল সুর সোনেতে এক ফরাসি নাগরিক নিজের বাড়ির বাগানে সুইমিং পুলের জন্য মাটি খুঁড়তে গিয়ে নয় কোটিরও বেশি টাকা মূল্যের বিশাল সোনার ভান্ডার আবিষ্কার করেছেন। প্রাপ্ত সোনার বার ও শতাধিক সোনার মুদ্রার বর্তমান বাজারমূল্য প্রায় ৮ লাখ মার্কিন ডলার বা ৯ কোটি ৭৪ লাখ ৮৮ হাজার টাকা। খবর হিন্দুস্তান টাইমসের।

Manual4 Ad Code

শহর কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তি গত মে মাসে খননকাজের সময় মাটির নিচে এই বিপুল সোনা খুঁজে পান এবং তাৎক্ষণিকভাবে স্থানীয় কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। তবে প্রাপ্ত এই সোনা প্রত্নতাত্ত্বিক স্থানের অংশ না হওয়ায় আইন অনুযায়ী তা ওই ব্যক্তিকে নিজের কাছে রাখার অনুমতি দেওয়া হয়েছে।

স্থানীয় সংবাদপত্র লে প্রোগ্রে জানিয়েছে, মাটির নিচে প্লাস্টিক ব্যাগে ভরে পাঁচটি সোনার বার ও বহু সোনারমুদ্রা পোঁতা ছিল।

Manual1 Ad Code

পুলিশি তদন্তে জানা গেছে, সোনাগুলো বৈধভাবে অর্জিত হয়েছিল এবং ১৫ বা ২০ বছর আগে কাছাকাছি এক রিফাইনারিতে তা গলানো হয়েছিল। শহর কর্তৃপক্ষ জানিয়েছে, বাগানের আগের মালিক মারা গেছেন, ফলে কীভাবে এই সোনা সেখানে এলো, তা এখনো রহস্য।

Manual4 Ad Code

পুলিশি তদন্তে জানা গেছে, সোনাগুলো বৈধভাবে অর্জিত হয়েছিল এবং ১৫ থেকে ২০ বছর আগে কাছাকাছি এক রিফাইনারিতে তা গলানো হয়েছিল। শহর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যে ব্যক্তি ওই জমির আগের মালিক ছিলেন, তিনি এখন আর বেঁচে নেই। ফলে কীভাবে এই সোনা বাগানের নিচে এলো, তা এখনো রহস্যই রয়ে গেছে।

Manual5 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code