ইন্দোনেশিয়ায় ৬৫ আরোহীর নিয়ে ফেরিডুবি, ৪ জনের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫

ইন্দোনেশিয়ায় ৬৫ আরোহীর নিয়ে ফেরিডুবি, ৪ জনের মরদেহ উদ্ধার

ইন্দোনেশিয়ার বালি দ্বীপের উপকূলে ৬৫ আরোহী নিয়ে একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ থাকা আরও বহুজনের সন্ধানে রাতভর উদ্ধার তৎপরতা চালিয়েছে দেশটির উদ্ধারকারী দল।

ডুবে যাওয়া ফেরিটির নাম ‘কেএমপি তুনু প্রাতামা জায়া’। ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার (২ জুলাই) সন্ধ্যায় পূর্ব জাভার কেতাপাং বন্দর থেকে ছেড়ে যাওয়ার প্রায় ৩০ মিনিট পর ফেরিটি উত্তাল সাগরে ডুবে যায়। ফেরিটি গন্তব্য ছিল বালির গিলিমানুক বন্দর, যা কেতাপাং থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩০ মাইল) দূরে।

বিবৃতিতে জানানো হয়, ফেরিটিতে ৫৩ জন যাত্রী ও ১২ জন ক্রুসহ মোট ৬৫ জন ছিলেন। এছাড়া ফেরিটিতে ২২টি যানবাহন ছিল, যার মধ্যে ১৪টি ছিল ট্রাক।

পূর্ব জাভার বানয়ুওয়াঙ্গি শহরের পুলিশপ্রধান রামা সামতামা পুত্রা বার্তা সংস্থা এএফপিকে বলেন, এখন পর্যন্ত ২৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। অনেকেই উত্তাল সাগরে ঘণ্টার পর ঘণ্টা ভেসে থাকার কারণে অজ্ঞান হয়ে পড়েছিলেন।

উদ্ধার অভিযানে ৯টি নৌকা অংশ নেয়। তবে ঘন অন্ধকার এবং ৬.৫ ফুট উচ্চতার ঢেউয়ের সঙ্গে লড়াই করে উদ্ধার তৎপরতা চালাতে হয় উদ্ধার কর্মীদের।

উদ্ধার কাজ এখনও চলছে এবং নিখোঁজদের খোঁজে সম্ভাব্য সকল চেষ্টাই করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট