বৈশাখের আনন্দ অনুষ্ঠানে মুক্তাক্ষরের আবৃত্তি পরিবেশন

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৫

বৈশাখের আনন্দ অনুষ্ঠানে মুক্তাক্ষরের আবৃত্তি পরিবেশন

এসো হে বৈশাখ গানকে কন্ঠে ধারণ করে আহ্বান করা হয় ঋতুরাজ গ্রীষ্মের বৈশাখকে।

সোমবার (১৪ এপ্রিল) বাংলা সনের প্রথম মাস বৈশাখকে ঘিরে প্রতিবারের মতো শ্রুতি সিলেট আয়োজন করে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের।

সিলেটের বিভিন্ন সংগঠনের পাশাপাশি আবৃত্তি সংগঠন মুক্তাক্ষরও অংশগ্রহণ করে।

দুপুর ১২টায় সিলেট সুরমা নদীর পাড় সারদা হল প্রাঙ্গণে বিমল করের গ্রন্থনায় ও নির্দেশনায় এবং প্রিয়াশ্রী কর পিউ এর সঞ্চালনায় দলগত আবৃত্তি পরিবেশন করে শ্রুতি, তাইবা, সিনথিয়া, স্নেহা, সৃষ্টি, সাবা, সানিয়া, ঐশিকা, নিনো, ত্রিদেব, ইরফান ও প্রিয়ান্তুু কর স্বপ্ন। তবলায় সঙ্গত দেন তনু দেব। পরিবেশন শেষে মুক্তাক্ষরের শিক্ষার্থীদের হাতে অনুষ্ঠানেঅংশগ্রহণের জন্য ক্রেস্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট