রকীব শাহের ৩দিনব্যাপী উরশ শুরু বুধবার

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৫

রকীব শাহের ৩দিনব্যাপী উরশ শুরু বুধবার

হযরত রকীব শাহ্ (র.) এর ৩দিনব্যাপী ৫৯তম উরশ শরীফ শুরু হচ্ছে বুধবার (৯ এপ্রিল)।

মঙ্গলবার (৮ এপ্রিল) সিলেট নগরের কাজীটুলাস্থ হযরত রকীব শাহ্ (র.) এর মাজারের খাদেম ও গদ্দীনশীন ড. কাজী কামাল আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- বুধবার (৯ এপ্রিল) থেকে হযরত রকীব শাহ্ (র.) এর ৩ দিনব্যাপী ৫৯তম উরশ শরীফ অনুষ্ঠিত শুরু হবে।

এতে হযরত রকীব শাহ্ (র.) এর ভক্ত-অনুরাগীসহ সংশ্লিষ্ট সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কামনা করা হয়েছে। -বিজ্ঞপ্তি


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট