র’ক্তে মাখা ফি’লি’স্তি’ন 💥

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৫

র’ক্তে মাখা ফি’লি’স্তি’ন 💥

।। জাহান আরা জায়গীরদার।।


ফিলিস্তিনের মাটিতে বোমা ধ্বংস চারিপাশ,

মানুষের আহাজারি রক্তঝরা লাশ।

হাত তুলে অভিযোগের ফরিয়াদ

নেই কোন বিপ্লবী প্রতিবাদ।

গুড়ুম গুড়ুম ফেলছে বোমা

বইছে চারিদিকে রক্তের বন্যা।

এ যেন যুদ্ধ নয় সারাক্ষণ

আমারই হৃদয়ে রক্তক্ষরণ।

ফিলিস্তিনের অমানবিক দৃশ্য দেখি যখন

হাহাকার করে উঠে মন,

বাবা মায়ের আর্তনাদ বুকেতে ধরে

তখনই শুরু হয় মস্তিষ্কের রক্তক্ষরণ।

বেদনা বিধুর ও আমার ফিলিস্তিন

আল আকসা বুকেতে নিয়ে শহীদি মৃত্যুবরণ।

ওআমার মা ও শিশুরা লজ্জিত আমি কোথায় মানবতা ।

আমার স্নায়ুকোষ উদভ্রান্ত, শিরায় শিরায় আকুলতা।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট