দেশে পৌঁছাল মালয়েশিয়ায় ভূমিধসে নিহত ৩ শ্রমিকের লাশ

প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৩

দেশে পৌঁছাল মালয়েশিয়ায় ভূমিধসে নিহত ৩ শ্রমিকের লাশ

আশরাফুল মামুন, মালয়েশিয়া


নির্মাণ সাইটে ভূমিধ্বসে মাটি চাপা পড়ে নিহত তিন বাংলাদেশী শ্রমিকের লাশ দেশে পৌঁছেছে।
মঙ্গলবার রাতে মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাদের লাশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
এর আগে শ্রমিকদের দুর্ঘটনার পর দূতাবাসের লেবার উইং ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে শ্রমিকদের ক্ষতিপূরণ আদায়সহ মাত্র দুই সপ্তাহের মধ্যে লাশ দেশে পাঠানোর যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে।

গতকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) মালয়েশিয়ার স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটের ফ্লাইট নং এমএইচ১৯৬- এ তিন শ্রমিকের লাশ নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওয়ানা করে। বাংলাদেশ সময় ১১টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। এরপর নিহত শ্রমিকদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মালয়েশিয়াস্থ কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসের লেবার উইং- এর ওয়েলফেয়ার সহকারী মো: মোকসেদ আলী।

দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্ঘটনায় বর্ণিত কর্মীদের মৃত্যু সংবাদ প্রাপ্তির সাথে সাথে হাইকমিশনের পক্ষ হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে। সেখান থেতে জানা যায়, তারা কাম্পুং মাকা নামক পাহাড়ি এলাকায় সড়ক নির্মাণের নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত থাকা অবস্থায় গত ২ নভেম্বর স্থানীয় সময় আনুমানিক ১২টার দিকে আকস্মিক ভূমিধ্বসের কারণে মাটি চাপা পড়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। পরদিন ৩ নভেম্বর হাইকমিশনার মহোদয়ের নির্দেশনায় কাউন্সেলর (শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল ও লাশ সংরক্ষিত হাসপাতাল পরিদর্শন করেন।

এ বিষয়ে দূতাবাসের মিনিস্টার (লেবার উইং) জনাব নাজমুস সাদাত সেলিম বলেন, উপরোক্ত বর্ণিত প্রকল্পে মৃত ব্যক্তিদের নিযুক্তকারী কোম্পানির মালিকের সাথে হাইকমিশনের পক্ষ হতে ধারাবাহিক যোগাযোগের মাধ্যমে মৃত ব্যক্তিদের উল্লেখযোগ্য পরিমাণ ক্ষতিপূরণ আদায় করা হয়। আদায়কৃত ক্ষতিপূরণের অর্থ গত ৯ নভেম্বর কোম্পানির পক্ষ হতে মৃত ব্যক্তিদের মা অথবা বাবা অথবা স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর সম্ভব হয় এবং ক্ষতিপূরণের অর্থ প্রাপ্ত ব্যক্তিদের সাথে যোগাযোগপূর্বক অর্থ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা হয়।