স্কুলের ভেতরে পিকআপ ঢুকে শিক্ষিকা’সহ ২ জন নিহত

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২২

স্কুলের ভেতরে পিকআপ ঢুকে শিক্ষিকা’সহ ২ জন নিহত

মানিকগঞ্জের শিবালয়ে স্কুলের ভেতরে পিকআপ ঢুকে শিক্ষিকাসহ দু’জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরো ছয়জন আহত হয়েছেন।

সোমবার (২১ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার টেপড়া এলাকায় আব্দুল আলিম মেমোরিয়াল স্কুলে ঘটেছে এই দুর্ঘটনা।

নিহতরা হলেন স্কুলের শিক্ষিকা নাসরিন (৩৫) ও শিক্ষার্থী জেরিন তাসনিন (৭)। বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন।

স্থানীয়রা জানায়, ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিই কোম্পানির ওই পিকআপ স্কুল কর্তৃপক্ষকে ভাড়া দিয়ে স্কুলের মাঠেই রাখতো। সকালে শিক্ষার্থীরা খাবার বিরতির সময় মাঠে আসে। এ সময় চালক পিকআপটিকে স্কুল থেকে বের করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিক্ষার্থী তাসনিম মারা যান। শিক্ষিকা ফাতেমাসহ আরো কয়েকজন গুরুতর আহত হন। পরে তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষিকার মৃত্যু হয়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট