৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২০
মৌলভীবাজারে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ধর্ষণবিরোধী অবস্থান কর্মসূচিতে হামলা চালিয়েছে ছাত্রলীগ। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টায় মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে এ হামলার ঘটনা ঘটে। তবে এ ঘটনার কিছুই জানে না বলে জানিয়েছে পুলিশ ও ছাত্রলীগ।
হামলায় আহতরা হলেন, ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা সংসদের সহসভাপতি বিশ্বজিৎ নন্দী, দফতর সম্পাদক রাজীব সূত্রধর, ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুর রইয়ান শিপু ও মৌলভীবাজার সরকারি কলেজ সংসদের সাধারণ সম্পাদক শিহাব আহমেদ।
ছাত্র ইউনিয়ন জেলা শাখার সভাপতি শুভিনয় রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করছিলাম, এ সময় এই হামলা চালানো হয়।
তবে পুলিশ এ ব্যাপারে অবগত নয় জানিয়ে মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক জানান, এ ধরণের কোন অভিযোগ আমরা পাইনি।
এদিকে জেলা ছাত্রলীগের সহ সভাপতি অমিত রায় জানান, এমন কিছুর ঘটেছে বলে তিনি জানেন না। এমন কিছু ঘটলে অবশ্যই জানতাম বলেও যোগ করেন তিনি।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D