সিলেটের দুই ল্যাবে চিকিৎসক’সহ আরও ১১৮ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২০

সিলেটের দুই ল্যাবে চিকিৎসক’সহ আরও ১১৮ জনের করোনা শনাক্ত

সিলেটের দুই ল্যাবে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় আরও ১১৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজের কোভিড ল্যাবে ৩৯ জনের এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শাবিপ্রবি) ল্যাবের আরও ৭৯ জনের করোনা শনাক্ত হয়।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বৃহস্পতিবার রাতে সংবাদ মাধ্যমকে জানান, ওসমানীর ল্যাবে ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে ৭জন চিকিৎসকও রয়েছেন।

অন্যদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় সংবাদ মাধ্যমকে জানান, বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ২৬৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট