করোনাভাইরাস : হাসপাতাল থেকে ছাড়া পেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২০

করোনাভাইরাস : হাসপাতাল থেকে ছাড়া পেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

Manual6 Ad Code

করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

ডাউনিং স্ট্রিট সূত্র জানিয়েছে, কোভিড নাইনটিন নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি থাকার পর রোববার কিছুক্ষণ আগে তাকে ছেড়ে দেয়া হয়। লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে গত রোববার থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন।

Manual7 Ad Code

এর আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে গত শুক্রবার ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে বের করে আনা হয়।

সেসময় ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নং ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়,‘বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আইসিইউ থেকে স্থানান্তর করে হাসপাতালের ওয়ার্ডে রাখা হয়েছে। তিনি সেখানে থেকে সুস্থ হয়ে উঠার প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নেবেন।’

Manual8 Ad Code

১০ নং ডাউনিং স্ট্রিটের তখন মুখপাত্র জানিয়েছিলেন,‘তার মনোবল ভীষণ ভালো।

Manual4 Ad Code

করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হবার ১০ দিন পরে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে গত রোববার হাসপাতালে নেয়া হয়। এর পরদিন তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। আইসিইউতে জনসনকে স্বাভাবিক অক্সিজেন দেয়া হলেও তাকে ভেন্টিলেটরে রাখা হয়নি।

Manual6 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code