বঙ্গবীরের প্রতি সেনাবাহিনী ১৭ পদাতিক ডিভিশনের শ্রদ্ধাঞ্জলী

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২০

বঙ্গবীরের প্রতি সেনাবাহিনী ১৭ পদাতিক ডিভিশনের শ্রদ্ধাঞ্জলী

মহান মুক্তিযুদ্ধের কমান্ডার ইন চিফ জেনারেল এম এ জি ওসমানীর ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার বাংলাদেশ সেনাবাহিনী ১৭ পদাতিক ডিভিশন সিলেট এরিয়ার উদ্যোগে বঙ্গবীরের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পন করা হয়।

এরিয়া কমান্ডার মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন এসইউপি এনডিইউ পিএসসি এর নেতৃত্বে একদল চৌকস দল গার্ড অফ ওনারের মাধ্যমে বঙ্গবীরের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

এ সময় বিউগলের সুরে জাতীয় পতাকা অর্ধনমিত ও পুনরায় উত্তোলন করা হয়। অনুষ্ঠান শেষে তাঁর রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। এ সময় সিলেট এরিয়ার সকল উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট