শাহজালাল(র.) মাজার জিয়ারতে সিলেট আ’লীগের নতুন নেতৃবৃন্দ

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৯

শাহজালাল(র.) মাজার জিয়ারতে সিলেট আ’লীগের নতুন নেতৃবৃন্দ

সিলেটের সকাল রিপোর্ট\ নির্বাচিত হবার পর শুক্রবার প্রথম হযরত শাহাজালাল (র.) মাজার জিয়ারত করেছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

হযরত শাহজালাল (র.) দরগা মসজিদে নামাজ শেষে তারা মাজার জিয়ারত করেন।

জিয়ারতে উপস্থিত ছিলেন-সিলেট জেলা আওয়ামী লীগের  সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাশুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, সাবেক দপ্তর সম্পাদক এডভোকেট  শামছুল ইসলাম, সাবেক সহ-সভাপতি এডভোকেট রাজ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক  জালাল উদ্দিন কয়েছ, জেলা আওয়ামীলীগ সাবেক সদস্য এডভোকেট আজমল আলী, কেন্দ্রিয় আওয়ামী লীগের উপ কমিটির সদস্য সাইদুর রহমান চৌধুরী জাবেদ, জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা সম্পাদক কবির উদ্দিন, মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রকিব বাবলু, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, ছাত্রলীগ নেতা জাওয়াদ খান, সাংগঠনিক সম্পাদক কামরান হোসেন খান সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে কয়েকজন নেতা হযরত শাহপরান(র.) মাজার জিয়ারতে যান।

বৃহস্পতিবার জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিলশেষে তাদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট