সুনামগেঞ্জের শ্রেষ্ঠ ওসি জগন্নাথপুর থানার হারুনুর রশিদ চৌধুরী

প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, জুলাই ২২, ২০১৮

২২ জুলাই ২০১৮, রোববার : গ্রেফতারী পরোয়ানা তামিল ও এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অবদান করায় জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ চৌধুরীকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সুনামগঞ্জের পুলিশ সুপার বরকতুল্লাহ খান পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক অপরাধ ও কল্যাণ সভায় এ ঘোষণা দেন।

পরে জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়।

ওসি হারুনুর রশিদ চৌধুরী এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, জনগণের জানমাল হেফাজত ও আইন শৃঙ্খলাউন্নয়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ জন্য তিনি সকল মহলের সহযোগিতা চেয়েছেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট