কাউন্সিলর আজাদের নেতৃত্বে নগরীতে বিশাল মিছিল

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, মার্চ ৩, ২০১৮

কাউন্সিলর আজাদের নেতৃত্বে নগরীতে বিশাল মিছিল

সকাল থেকে শহরের বিভিন্ন ওয়ার্ড ও কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে ধোপাদিঘীর পূর্ব পারস্থ হাফিজ কমপ্লেক্সে জড়ো হতে থাকেন দলীয় নেতা-কর্মিরা । আসেন বিভিন্ন উপজেলা থেকেও। দুপুরের আগেই সেখানে জড়ো হওয়াদের সংখ্যা হাজার হাজার।

এরপর সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদের নেতৃত্বে শুরু হয় মূল মিছিল। মূলত তার উদ্যোগেই এই কর্মসূচি আয়োজন করা হয়।

শনিবার দুপুরে মিছিলটি হাফিজ কমপ্লেক্স থেকে বের হয়ে বন্দরবাজার, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার হয়ে চৌহাট্টাস্থ কেন্দ্রিয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিল থেকে দলীয় শ্লোগানের পাশা-পাশি মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি নেতাকর্মিদের উপর দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিও জানিয়েছেন নেতাকর্মিরা।

সামনে লাল-সবুজের বিশাল জাতীয় পতাকা নিয়ে শুরু হওয়া মিছিলটি নগরবাসীর দৃষ্টি আকর্ষন করে। এসময় পথচলতি জন সাধারণ ও পাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো থেকে হাত নেড়ে অনেকেই মিছিলের সাথে একাত্মতা প্রকাশ করেন।

সামনে লাল সবুজের বিশাল জাতীয় পতাকা নিয়ে মিছিলে অংশগ্রহন করেন প্রায় ১০ সহস্রাধিক নেতাকর্মি।

তাদের মধ্যে উল্লেখযোগ্য, সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য মো. সানাওর, ২০নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মুহিবুর রহমান মুহিব, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট ফখরুল ইসলাম, মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মুশফিক জায়গিরদার, জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. দবির আলী, মহানগর যুবলীগের সিনিয়র সদস্য সুবেদুর রহমান মুন্না, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিরক রঞ্জন দে পাপলু, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিহিত গুপ্ত চৌধুরী বাবলা, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি মুহিব উস সালাম রিজভী, সহ সভাপতি এনায়েতুল বারি মুর্শেদ, যুবলীগ নেতা ও রামপাশা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আলমগীর, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পংকজ পুরকায়স্থ, ২০নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি বিশ্বজিৎ দেবরায় বিশু, মহানগর যুবলীগ নেতা মিনার আহমদ, ২১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম সোহেল, সাবেক সভাপতি আজাদুর রহমান চঞ্চল, ২০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরান আহমদ, ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান রিপন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সেলিম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সুফিয়ান এ পান্না, সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান রিপন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমদ, সাংগঠনিক সম্পাদক মাসুক উদ্দিন, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস আর রুমেল, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা জমসেদ সিরাজ, আতিকুর রহমান তালুকদার, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সভাপতি সদরুল ইসলাম, কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি আখতার হোসেন, কোম্পানিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি এখলাছুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারহান সাদিক, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফ জামিল লায়েক, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ নেতা কাওছার আহমদ, ওসমানীনগর উপজেলা ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন, জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তফা উদ্দিন, জকিগঞ্জ পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানজিম শাহরিয়ার শাওনসহ জেলা ছাত্রলীগের আওতাধিন সকল উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন কলেজ ইউনিট ছাত্রলীগ, জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগ নেতৃবৃন্দ মিছিলে অংশগ্রহন করেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট