৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৭
তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির ৭ দফা বাস্তবায়নের দাবিতে ডাকা অর্ধদিবস হরতাল চলছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর শাহবাগে হরতালের সমর্থনে মিছিল বের করে বিভিন্ন বাম সংগঠনের নেতা-কর্মীরা।
এক পর্যায়ে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেয়ার চেষ্টা করলে এতে বাঁধা দেয় পুলিশ। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। তাদের নিভৃত করতে টিয়ারশেল ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
পরবর্তি সময় সকাল ৭ টার পরপরই পিকেটারদের সাথে পুলিশের প্রথম সংঘর্ষ হয়। এসময় পিকেটাররা ইট-পাটকেল নিক্ষপ করে। অন্যদিক থেকে পিকেটারদের লক্ষ্য করে পুলিশ জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে। এরপরেই পিকেটাররা ছত্রভঙ্গ হয়ে যায়।
বর্তমানে হরতাল সমর্থনকারীরা টিএসসির কাছে অবস্থান নিয়েছে। অন্যদিকে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছ।
শাহবাগ ছাড়াও বৃহস্পতিবার সকালে হরতালের সমর্থনে মিছিল হয়েছে রাজধানীর পল্টন ও আশপাশের এলাকাতেও।
উল্লেখ্য, বুধবার তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ এক বিবৃতিতে এ হরতাল ও বিক্ষোভের ঘোষণা দেন।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D