বৃহস্পতিবার আদালতে যাবেন খালেদা জিয়া

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৭

বৃহস্পতিবার আদালতে যাবেন খালেদা জিয়া

দুই মামলার হাজিরা দিতে বৃহস্পতিবার আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার সকালে বিএনপি চেয়ারপারসনের আইনজীবী সানাউল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খালেদা জিয়া সব সময় আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে এবং সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ম্যাডাম জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে যাবেন। ’

পুরান ঢাকার বকশিবাজারস্থ কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার তিন নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে মামলা দু’টির বিচারকাজ চলছে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট