খুব শিগগিরই দেশে জোয়ার আসবে : বি চৌধুরী

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৬

Manual3 Ad Code

সাবেক রাষ্ট্রপতি এবং বিকল্পধারা বাংলাদেশের সভাপতি  ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘খুব শিগগিরই দেশে বড় ধরনের জোয়ার আসবে, আর সেই জোয়ারে ভেসে যাবে আজকে যারা ক্ষমতাবলে জনগণের ওপর অন্যায়ভাবে অত্যাচার নির্যাতন চালাচ্ছেন।’

Manual1 Ad Code

মঙ্গলবার দুপুরে রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ভাষা সৈনিক আব্দুল মতিন এবং চলচিত্রকার চাষী নজরুল ইসলামের স্মরণে গণসংস্কৃতি দল এ স্মরণসভার আয়োজন করে।

তিনি বলেন, ‘অপেক্ষা করুন- খুব বেশি দেরি নেই। ইতিহাস যেমন থেমে থাকে না, তেমনি আসন্ন ঝড়কেও ঠেকানো যাবে না। একটি দেশের ওপর নির্ভরশীল বাংলাদেশ সরকারপ্রধান সম্প্রতি ভারতের গোয়ায় একটি সম্মেলনে পাকিস্তানকে সন্ত্রাসের সূতিকাগার বলেছেন। কিন্তু সঙ্গে সঙ্গে এর প্রতিবাদ করেছেন চীনের রাষ্ট্রপতি।

Manual1 Ad Code

কাজেই বুঝতে হবে লাভ-লোকসানের যোগ/বিয়োগ করে আমাদের একটি পররাষ্ট্রনীতি তৈরি করা এখন সময়ের দাবি। কারণ কূটনৈতিক প্রচেষ্টায় ভুল করা চলবে না। ভুল হলে এর মাশুল আমাদের সমগ্র জাতিকে বহন করে চলতে হবে।’

Manual2 Ad Code

তিনি বলেন, ‘একটি কথা স্পষ্ট যে, নিজ দেশকে ভালোবাসতে পারাই রাজনীতির অন্যতম শর্ত। নিজেদের স্বার্থে যত বেশি সেলফিস হওয়া যায়, সেটাই রাজনীতি।’

আয়োজক সংগঠনের সভাপতি এস আলম মামুনের সভাপতিত্বে স্মরণসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা অধ্যাপক সুকোমল বড়ুয়া প্রমুখ।

Manual3 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code