ছাতকের ‘জঙ্গি’ সাইফুরকে শিবির কর্মী হিসেবে পরিচয় দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট শিবিরের

প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৬

গাজীপুরের পাতারটেকে পুলিশের জঙ্গিবিরোধী ‘অপারেশন শরতের তুফান’ নামের অভিযানে নিহত সাত জঙ্গির একজন সুনামগঞ্জের ছাতক উপজেলার সাইফুর রহমান ওরফে বাবলুকে শিবির কর্মী পরিচয় দিয়ে সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট শিবির। এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি মাশুক আহমদ ও সুনামগঞ্জ জেলা সভাপতি হাফিজ জাকির হোসাইন এই নিন্দা ও প্রতিবাদ জানান।
নেতৃবৃন্দ বলেন, বিশেষ মহলের এজেন্ডা বাস্তবায়ন করতে জঙ্গিবাদের মত একটি স্পর্শকাতর ইস্যু নিয়ে ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা ও কল্পিত সংবাদ প্রকাশ করছে কতিপয় সংবাদ মাধ্যম। এরই ধারাবাহিকতায় ছাতকের ‘জঙ্গি’ সাইফুরকে শিবির কর্মী হিসেবে পরিচয় দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। অথচ জঙ্গি সাইফুরের সাথে ছাত্রশিবিরের দূরতম কোনো সম্পর্ক নেই এবং কোনো কালে ছিলনা। এসব মিথ্যা ও বানোয়াট প্রতিবেদন দেশের জনগণ বিশ্বাস করে না। কারণ দীর্ঘ পথ চলায় ছাত্রশিবিরের সাথে জঙ্গিদের কোন সংশ্লিষ্টতা জাতি দেখেনি বরং ছাত্রশিবিরের অবস্থান সবসময় জঙ্গিবাদের বিরুদ্ধে। এ ধরণের মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকতে সংবাদ মাধ্যমের প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট