পদোন্নতি ।। ৯ রাষ্ট্রদূত হলেন অতিরিক্ত সচিব

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৭

পদোন্নতি ।। ৯ রাষ্ট্রদূত হলেন অতিরিক্ত সচিব

বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের ৯ রাষ্ট্রদূতকে একযোগে পদোন্নতি দিয়েছে সরকার। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এ ৯ রাষ্ট্রদূতের সকলেই মহাপরিচালক পদমর্যাদায় তাদের দায়িত্ব পালন করছিলেন। গত ৯ ফেব্রুয়ারি এক আদেশে তাদের অতিরিক্ত সচিবের মর্যাদা দেওয়া হয়।

পদোন্নতি পাওয়া রাষ্ট্রদূতরা হলেন- মাসফী বিনতে শামস্ (নেপাল), মোহাম্মদ সুফিউর রহমান (মায়ানমার), মো. জুলফিকার রহমান (দক্ষিণ কোরিয়া), সাব্বির আহমদ চৌধুরী ( দক্ষিণ আফ্রিকা) , রাবাব ফাতিমা (জাপান), তারিক আহসান (পাকিস্তান), আল্লামা সিদ্দিকী (তুরস্ক), শেখ সেকেন্দার আলী (ওমান) এবং শেখ মোহাম্মদ বেলাল (নেদারল্যান্ড)।