সিলেটে ফুটপাত থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৮:৫৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৪

সিলেটে ফুটপাত থেকে নারীর মরদেহ উদ্ধার

সিলেট নগরীর দরগাহ মহল্লায় ফুটপাত থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী মানসিক ভারসাম্যহীন। গত কয়েকদিন থেকে তিনি ওই এলাকায় ঘুরোঘুরি করতেন এবং ফুটপাতে রাত যাপন করতেন। সোমবার সন্ধ্যার পর তার নিথর দেহ ফুটপাতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন সিপন।

তিনি জানান, নারীর মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে- এটি স্বাভাবিক মৃত্যু। পরিচয় শনাক্তে মঙ্গলবার সকালে সিআইডি কাজ করবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট