সিলেটে ৩ ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৪

সিলেটে ৩ ছিনতাইকারী গ্রেফতার

সিলেটে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা।

গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নগরের বন্দরবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের এয়ারপোর্ট থানাধীন লাখাউড়া গ্রামের মৃত শহীদ আহমদের ছেলে মো. আমিন আহমদ (৩১), মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার বাদেউবাটা গ্রামের মো. হেলিম মিয়ার ছেলে মো. ফজলু মিয়া (৪৯) ও সুনামগঞ্জ জেলার দিরাই থানার দাউদপুর গ্রামের মো. আজমান আলীর ছেলে মাহমুদুল হাসান রনি (৩৪)।

গ্রেফতারকালে কাছ থেকে ধারালো চাকু ও ছিনতাই কাজে ব্যবহৃত ৭টি মোবাইল ফোন জব্দ করে ডিবি পুলিশ।

পরে তাদের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট