সিলেট বিভাগ গণদাবী ফোরামের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৪

সিলেট বিভাগ গণদাবী ফোরামের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সিলেটের উন্নয়নমূলক সংগঠন সিলেট বিভাগ গণদাবী ফোরাম এর উদ্যোগে ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে ছিল- বুধবার ভোরে নগরীর সুরমা ম্যানশনস্থ সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, প্রভাতফেরী সহকারে সিলেট নগরীর চৌহাট্টস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও দুপুরে সংগঠনের কার্যালয়ে “সর্বস্তরের বাংলা ভাষার ব্যবহার” শীর্ষক আলোচনা সভা।
সকালে সিলেট বিভাগ গণদাবী ফোরাম এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে মহান ভাষা আন্দোলনে শহীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে।
দুপুরে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপরোক্ত কর্মসূচিতে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন সংগঠনের উপদেষ্টা বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমদ, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হেসেন জিলন, ব্যাংকার বাহার চৌধুরী, উমেশ বৈদ্য, কয়েছ আহমদ সাগর, অজিত দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট