দক্ষিণ সুরমায় একদিনের ব্যবধানে দুই লাশ উদ্ধার

প্রকাশিত: ৮:৪০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৪

দক্ষিণ সুরমায় একদিনের ব্যবধানে দুই লাশ উদ্ধার

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় এক দিনের ব্যবধানে দুই লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। উপজেলার মোগলাবাজার থানাধীন সোনারগাঁও আবাসিক এলাকার লালমাটিয়া ও কুচাই এলাকা থেকে এই দুই লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে উপজেলার মোগলাবাজারের সোনারগাঁও আবাসিক এলাকায় একটি গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে উদ্ধার হওয়া লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এদিকে বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে মোগলাবাজার থানাধীন কুচাই এলাকায় সাবের হোসেনের কলোনির বাসিন্দা মো. মইজ উদ্দিনকে (৭০) কলোনির পাশে একটি পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মইজ উদ্দিন কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘুপদিঘি এলাকার এলাহী বক্সের ছেলে।

এই দুই লাশ উদ্ধারের সতত্যা নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, উদ্ধার হওয়া দুই লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।