ভোটের ২ দিন পরেই ১২ মামলায় জামিন পেলেন ইমরান খান

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৪

ভোটের ২ দিন পরেই ১২ মামলায় জামিন পেলেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মোট ১২টি মামলায় জামিন দিয়েছেন ইসলামাবাদের সন্ত্রাসবাদবিরোধী আদালত (এটিসি)।
শনিবার (১০ ফেব্রুয়ারি) ইসলামাবাদ এটিসির বিচারক মালিক ইজাজ আসিফ এক শুনানি শেষে এই রায় দিয়েছেন।

ইমরান খানের পাশাপাশি পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) জ্যেষ্ঠ নেতা শাহ মাহমুদ কুরেশিকেও ১২ মামলায় জামিন দেয়া হয়েছে।
পিটিআইয়ের আইনজীবী শিরাজ আহমাদ এই তথ্য নিশ্চিত করেছেন।
জিও নিউজ জানিয়েছে, পিটিআইয়ের আইনজীবী শিরাজ আহমাদ আদালতে গত ৯ মে দাঙ্গার সাথে সম্পর্কিত ১২টি মামলার জামিন আবেদন করেন। এ সময় সরকারপক্ষের আইনজীবী আদালতের কাছে সময় চান। কিন্তু আদালত তার আবেদন না মঞ্জুর করে ইমান খানকে জামিন দিয়ে দেন। একই মামলায় দলটির জ্যেষ্ঠ নেতা শাহ মাহমুদ কুরেশিকেও জামিন দেয়া হয়।


সূত্র : জিও নিউজ


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট