২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৪
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে অশোক পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক পদে গোলাম এহিয়া চৌধুরী সুহেল পুণনির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১২ জানুয়ারী) ভোরে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এরআগে বৃহস্পতিবার দিনভর ভোটগ্রহণ সম্পন্ন হয়।
রাতভর ভোটগণনা শেষে শুক্রবার ভোর ৬টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. আব্দুর রহমান চৌধুরী।
ঘোষিত ফলাফল অনুযায়ী অশোক পুরকায়স্থ ৬২১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. সামসুল হক পান ৫৭১ ভোট। সাধারণ সম্পাদক পদে গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেল ৯৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদন্দ্বি জুবায়ের বখন জুবের পান ৩৮২ ভোট।
এই দুজনই টানা দ্বিতীয়বার সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন।
এছাড়া মো. জালাল উদ্দিন ৯০০ ভোট পেয়ে সহ-সভাপতি-১, মো. নুরুল আমিন ৬৮৭ ভোট পেয়ে সহ-সভাপতি-২, মো. সালেহ আহমদ (হীরা) ৭৫৩ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-১, মাছুম আহমদ এডভোকেট ৮১৬ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-২ পদে নির্বাচিত হয়েছেন।
সমাজ বিষয়ক সম্পাদক পদে মো. সাইফুর রহমান খন্দকার (রানা) ৭৪১ ভোট পেয়ে, মোহাম্মদ কাদির আহমেদ ৯৩১ ভোট পেয়ে সহ-সমাজ বিষয়ক সম্পাদক, মো. মেহেদী হাসান সজল ৭১৪ ভোট পেয়ে লাইব্রেরি সম্পাদক, মো. মোজাক্কির হোসেন ৮৮১ ভোট, মো. ওয়াজিহুদ্দিন তারিক ৮৭২ ভোট, মো. বদরুল আলম শিপন ৭৭৮ ভোট পেয়ে সহ-সম্পাদক পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
এছাড়া এম আব্দুল করিম আকবরী ও জামিল আহমদ সহকারী নির্বাচন কমিশনার পদে বিনা প্রতিদ্বন্দিতায় বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তবে প্রধান নির্বাচন কমিশনার পদে কোন প্রার্থী ছিলেন না।
সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ১১টি পদে মো. আখতার বক্স (জাহাঙ্গীর) ৯০১ ভোট, মো. আখতার হোসেন খান ৯৫৮ ভোট, মো. আনোয়ার হোসেন ৭৯১ ভোট, মো. আব্দুল ওদুদ ৯৫৭ ভোট, মো. আব্দুল মালিক ৯৮৩ ভোট, আশিক উদ্দিন ৯০৩ ভোট, মো. ওবায়দুর রহমান ৯০৪ ভোট, মো. গিয়াস উদ্দিন ৯৩৮ ভোট, নোমান মাহমুদ ৮৭১ ভোট, রাজ উদ্দিন ৯৫৯ ভোট এবং সন্ধ্যা লক্ষী দে ৭৮১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
এর আগে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ২ নম্বর হলের ২য় ও ৩য় তলায় চলে ভোটগ্রহণ। সমিতির ১৭৮৯ জন ভোটারের মধ্যে ১৪২৯ জন আইনজীবী ভোটার এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের বার্ষিক নির্বাচনে ২৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দীতা করেন ৪০ জন।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D