ইরানে জোড়া বোমা হামলায় নিহত ৭৩

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৪

ইরানে জোড়া বোমা হামলায় নিহত ৭৩

জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের চতুর্থ বার্ষিকীর স্মরণসভায় দুটি বোমা হামলায় অন্তত ৭৩ জনের প্রাণহানি ঘটেছে।আহত হয়েছে আরও ১৭১ জন।

বুধবার (৩ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে কাশেম সোলায়মানির সমাধিস্থলের কাছাকাছি দুটি বিস্ফোরণ ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন, দেশটির কেরমান প্রদেশের জরুরি উদ্ধারকারী বাহিনীর প্রধান মোহাম্মাদ সাবেরি।

জানা গেছে, প্রথম বিস্ফোরণটি হয় সোলাইমানির সমাধি থেকে ৭০০ মিটার দূরে। দ্বিতীয় বিস্ফোরণটি সমাধি থেকে এক কিলোমিটার দূরে। কেরমান প্রদেশের ডেপুটি গভর্নর এটিকে সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করেছেন।

দেশটির গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছেছে। হতাহতদের স্ট্রেচারে বহন করে তোলা হচ্ছে।

কেরমান প্রদেশের রেড ক্রিসেন্ট প্রধান রেজা ফাল্লাহ জানান, উদ্ধারকারী দল দ্রুত হতাহতদের উদ্ধার করছেন। কিন্তু মানুষের জনস্রোত রাস্তা আটকে দিচ্ছে। ফলে উদ্ধারকাজ ব্যহত হচ্ছে।

কেরমানের জরুরি বিভাগের প্রধান জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় আহত ১৫ জনকে এখন পর্যন্ত কেরমান হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শহীদ সোলেইমানির কবর জিয়ারতকারীদের পথে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে কেরমানের গভর্নরের রাজনৈতিক ও নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, এগুলো গ্যাস বিস্ফোরণ ছিল, নাকি সন্ত্রাসী হামলা, তা এখনও স্পষ্ট নয়।

ইরানের দক্ষিণাঞ্চলের শহর কেরমানের সাহেব আল-জামান মসজিদের নিকটে লোকজন মিছিল বের করলে তাতে বোমা হামলা চালানো হয়।

কেরমানের ডেপুটি গভর্নর একে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যায়িত করেছেন।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, সড়কে লোকজনের মরদেহ পড়ে রয়েছে।

বুধবার হাজার হাজার লোক জেনারেল কাসেম সোলাইমানির মাজারের দিকে অগ্রসর হচ্ছিলেন। সেখানে আজ সোলাইমানির স্বরণে সভা হওয়ার কথা ছিল।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট