আসামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৪

আসামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২

ভারতের আসামে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন।

বুধবার (৩ জানুয়ারী) সকালে রাজ্যের গোলাঘাট জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

খবরে বলা হয়, বুধবার ভোর ৫টার দিকে আসামের দেরগাঁওয়ে ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হলে ১২ জন নিহত ও ২৫ জন গুরুতর আহত হয়েছেন। বাসটিতে ৪৫জন যাত্রী ছিলেন।

গোলাঘাট জেলার পুলিশ সুপার রাজেন সেন এএনআইকে বলেন, বাসটি টিলিঙ্গা মন্দিরের দিকে যাচ্ছিল। গোলাঘাটের কমরবন্ধ এলাকা থেকে একদল লোক বাসটিতে করে রওনা হয়েছিল। বালিজান এলাকায় বিপরীত দিক থেকে আসা কয়লাবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।

ঘটনাস্থল থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। পরে হাসপাতলে আরও দুজন মারা যান।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট