বিএনপি নির্বাচন প্রতিহত করতে চাইলে তা মোকাবেলার প্রস্তুতি রয়েছে : সিলেটে সিইসি

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৩

বিএনপি নির্বাচন প্রতিহত করতে চাইলে তা মোকাবেলার প্রস্তুতি রয়েছে : সিলেটে সিইসি

বিএনপির বর্জন নির্বাচনের জন্য বড় কোন চ্যালেঞ্জ নয় উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, তারা নির্বাচন প্রত্যাখ্যান করেছে এবং জনগনকে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছে, এটি নির্বাচন আয়োজনের জন্য বড় কোন চ্যালেঞ্জ নয়। গণতান্ত্রিক রাষ্ট্রে একটি রাজনৈতিক দল নির্বাচনের সমালোচনা বা বর্জন করতেই পারে। সে অধিকার তাদের রয়েছে।

তবে বিএনপি নির্বাচন প্রতিহত করতে চাইলে তাদের মোকাবেলা করা হবে জানিয়ে তিনি বলেন, তারা জন্য নির্বাচন বর্জনের আহ্বানের মধ্যে সীমাবদ্ধ থাকে তবে কোন সমস্যা নেই। তবে তারা যদি নির্বাচন প্রতিহত করতে চায় সেটি বড় চ্যলেঞ্জ হবে। তবে সে চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের প্রস্তুতি রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকেও এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষে সিলেট অঞ্চলের আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ যথেষ্ট অনুকুল। প্রার্থীদেরও তেমন কোন অভিযোগ নেই। তবে কেউ কেউ অভিযোগ করেছেন, নির্বাচন যেভাবেই হউক সব ভোট এক জায়গায়ই পড়বে। এটা একেবারেই অবান্তর অভিযোগ। এবার অন্তত এমনটি ঘটবে না। এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হবে। নির্বাচনে কোনো পক্ষপাতমূলক আচরণ হবে না, আইনশৃঙ্খলা বাহিনীকেও এ ব্যাপারে নির্দেশনা দিয়েছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের দিন ইন্টারনেট ব্যান্ডউইথ কমবে না। তবে সোশ্যল মিডিয়ায় অনেকেই মিথ্যে তথ্য প্রচার করে নির্বাচনকে বরবাদ করার চেষ্টা করছেন। জনগনকে বিভ্রান্ত করছেন। কেউ এরকম মিথ্যা তথ্য প্রচার করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এর আগে সকাল ১০টায় সিলেট সার্কিট হাউজে জেলার ৬ আসনের প্রার্থীদের সাথে মতবিনিময় করেন তিনি। প্রায় আড়াই ঘণ্টা ধরে রুদ্ধদার চলে এ মতবিনিময়।

সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকীর সভাপতিত্বে প্রার্থী, আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের সঙ্গে করা মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শেখ রাসেল আহমেদ।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট